![মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/23/abnews-24.bbbbbb_89885.jpg)
মানিকগঞ্জ, ২৩ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জে শিক্ষার্থী ও বিভিন্ন ব্যক্তিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রবিবার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ০৭ দিন ব্যাপি ফল ও বৃক্ষ মেলা ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মো: নাজমুছ সাদাত সেলিম এ গাছের চারা বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো: আবদুল মতিন, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উপ পরিচালক মো:আলীমুজ্জামান মিয়া, মানিকগঞ্জ জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আব্দুস সালামসহ প্রমুখ।
এবিএন/সোহেল রানা/জসিম/তোহা