সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

বান্দরবানে পাহাড় ধসে নিহত ১, নিখোঁজ ৫

বান্দরবানে পাহাড় ধসে নিহত ১, নিখোঁজ ৫

বান্দরবান, ২৩ জুলাই, এবিনিউজ : জেলার রুমা উপজেলার দলিয়ান পাড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে মাটি চাপায় ১ জন নিহত ও ২ জন রয়েছেন। নিহতের নাম চিংমেহ্লা মারমা (১৯)। নিখোঁজ ব্যক্তিরা হলেন সিংমেচিং (১৭) ও মুন্নি বড়ুয়া (৩৫)। মুন্নি পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

ঘটনার শুরুতে সাতজন নিখোঁজ ছিল। পরে চারজনকে আহত অবস্থায় ও একজনের লাশ উদ্ধার করা হয়।এখনো দুইজন নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বর্ষণের কারণে ধসের ঘটনা ঘটেছে। দুপুরে পূবালী সার্ভিসের একটি বাস বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে দনিয়াল পাড়ার কাছে এসে পৌঁছালে সড়ক ধসে যাওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে যাত্রীরা গাড়ি থেকে নেমে ভাঙা সড়কটি হেঁটে পার হতে গেলে আবারও পাহাড় ধস হয়। এতে ৮ যাত্রী মাটি চাপা পড়েন। এসময় স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক বলেন, বান্দরবান থেকে যাত্রীবাহী একটি বাস রুমা যাওয়ার পথে দুপুরের দিকে দলিয়ানপাড়া এলাকায় পৌঁছলে পাহাড় ধসে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। পরে আবার ধসে আট যাত্রী চাপা পড়েন। এর মধ্যে একজন মারা গেছেন। তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিখোঁজ বাকী চারজনকে উদ্ধারে কাজ চলছে।

এদিকে ঘটনার পর জেলার দমকল বাহিনীর সদস্য, সেনা সদস্য ও রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ বলেন, এই ঘটনায় দুইজন নিখোঁজ আছে। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত