শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • ১৩তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের একক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৩তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের একক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৩তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের একক নিয়োগের দাবিতে মানববন্ধন

ঢাকা, ২৩ জুলাই, এবিনিউজ : ১৩ তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিপত্র ও গেজেট বাস্তবায়নের মাধ্যমে দ্রুত নিয়োগদানে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে সারাদেশ থেকে চার শতাধিক প্রার্থী এসেছিল।

মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজন কমিটির আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ন আহ্বায়ক জাহিদ হাসান. আসাদ জামান, মুন্নাফ হোসাইনসহ বিভাগীয় কমিটি এবং জেলা ও উপজেলা কমিটির নিবন্ধন প্রার্থীরা।

মানববন্ধনে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ১৩তম নিবন্ধনে উত্তীর্ণ শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে যখন সারাদেশের অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধ হয় ঠিক তখনই আমরা পিএসসির আদলে নেয়া পরীক্ষার তিনটি ধাপ পেরিয়ে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনার সোনার বাংলাদেশ গড়ার প্রচেষ্টার আন্দোলনে এই মেধাবীদের সুযোগ দিন।

মানববন্ধন আয়োজন কমিটির আহ্বায়ক আরিফুর রহমান বলেন, যেহেতু আমাদের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছিলেন এখান থেকে চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি নিয়োগ পাবে কোন প্রতিষ্ঠান প্রধান বা কমিটির হস্তক্ষেপ থাকবেনা তাই আমরা সরাসরি নিয়োগের যোগ্য। আর আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের আরেক কারণ হলো আমাদের নিয়ে যেন ই-রিকুইজিশনের চিন্তা করা না হয়।

তানিয়া আক্তার নামের একজন বলেন, ১৩তম নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ হয়েও আমরা নিয়োগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। তিনি দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধন আয়োজন কমিটির যুগ্ন আহ্বায়ক আসাদ জামান বলেন, এনটিআরসিএ ১৩তম নিবন্ধন পরীক্ষা নিয়েছে। যেটা ছিল পিএসসির আদলে নেওয়া নিবন্ধন পরীক্ষা এখানে প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। যাতে করে আমরা নিয়োগের দাবিদার কিন্তু এখন যদি এনটিআরসিএ কর্তৃপক্ষ ই-রিকুইজিশন দেয় এটা ১৩তম পরীক্ষার সার্কুলারের সঙ্গে সাংঘর্ষিক হবে। এজন্য আমরা ১৩তম দের একক নিয়োগের দাবি জানাই।

মানববন্ধনে বক্তারা পরিপত্র ও গেজেট বাস্তবায়নে ১৩তমদের দ্রুত একক নিয়োগ দেওয়ার অনুরোধ করে বলেন, শূন্য আসনের বিপরীতে আমাদের টিকানো হয়েছে। এনটিআরসিএ এর পরিপত্র ও গেজেটে বলা ছিলো শূন্য আসনের বিপরীতে প্রার্থী টিকানো হবে, যা পরিপত্রে ১০ নম্বর অনুচ্ছেদের (ঝ) এ উল্লেখ আছে। মানববন্ধনে বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করা হয়। এতে লেখা ছিলো-ভাইবা দিয়ে চাকরি নাই, ইতিহাসে কোথাও নাই; ভাইভায় উত্তীর্ণ হয়েছি, তাই আমরা নিয়োগ চাই; ১৩তম দের একক নিয়োগ চাই। মানববন্ধন শেষে দাবির পক্ষে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। আর এই স্মারকলিপির কপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের রিসিপশন বিভাগ গ্রহণ করেছে বলে জানান, মানববন্ধন আয়োজন কমিটির আহ্বায়ক আরিফুর রহমান।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত