শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সীগঞ্জে আওয়ামীলীগের সুবিধাভোগী সেই নারী এখন বিএনপিতে!

মুন্সীগঞ্জে আওয়ামীলীগের সুবিধাভোগী সেই নারী এখন বিএনপিতে!

মুন্সীগঞ্জে আওয়ামীলীগের সুবিধাভোগী সেই নারী এখন বিএনপিতে!

মুন্সীগঞ্জ, ২৩ জুলাই, এবিনিউজ : মুন্সীগঞ্জে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে সখ্যতাকারী ও প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে লোকজনদের সাথে উঠবসকারী বাংলা ভিশনের জেলা প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী হঠাৎ আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার দুপুরে সিরাজদিখান কুসুমপুর মাঠে বিএনপি সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অুনুষ্ঠানে প্রধান অতিথি বিএপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও জেলা বিএপির সভাপতি আব্দুল হাইয়ের হাতে ফুলের তোরা তুলে দিয়ে বিএপিতে যোগদান করেন। এ নিয়ে জেলা শহরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শহরের বিভিন্ন আড্ডাস্থলে লোকজনের মাঝে আলাপ আলোচনা হাস্যরুপে পরিনত হয়েছে। স্থানীয় লোকজনের মন্তব্য কিছুদিন আগেও এই সাংবাদিক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সাথে সখ্যতা ছিল আর শহর জুড়ে তাকে মামা পরিচয় দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করত তার হঠাৎ রাজনীতিতে যোগদানটা ভালোভাবে দেখছেনা অনেকে।

পৌর মেয়র ফয়সাল বিপ্লবের সাথে বিয়াই বিয়াইন সম্পর্ক পরিচয় দিয়ে ধাপড়িয়ে বেড়িয়েছেন এতদিন। জানা গেছে তার বড় ভাই মশিউর রহমান ববি জাতীয় পার্টির নেতা, আরেক ভাই মোঃ পলিং মনির বেলজিয়াম আওয়ামীলীগ সাধারন সম্পাদক এবং তিনি নিজে বিএনপিতে। এসব কারনে সুবিধাভ’গী হিসাবে সে সবার মাঝে সুপরিচিত। জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল বলেন, লাবনী বিগত সময়ে আওয়ামীলীগ শীর্ষ নেতাদের নাম ভাঙ্গিয়ে দাবরিয়ে বেরাত। সে এখন আবার কিভাবে বিএনপিতে আসল তাতে আমি নিজেও আশ্চর্য। সিরাজদিখান বিএনপি কর্মী সোলায়মান জানান, সোনিয়া হাবিব লাবনী আসলে কি সত্যি সত্যি বিএনপিতে যোগদান করেছে না উপস্থিত সকলকে দেখানোর জন্য যোগদান করেছে। নাকি আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে এমন কোন সিগন্যাল পেয়েই সে বিএনপিতে যোগদান করলেন।

এবিএন/আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত