
মাদারীপুর, ২৩ জুলাই, এবিনিউজ : ”পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গিকার” এ স্লোগানে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এর আয়োপজনে আজ রবিবার বেলা ১১টায় পাসপোর্টর্ জাতীয় পাবলিক সার্বিস দিবস পালন করা হয়। জাতীয় পাবলিক সার্বিস দিবসে উপস্থিত ছিলেন মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক গাজী মাহামুদুল হাসান, রেকট কিপার আব্দুল কুদ্দুস, সহকারী হিসাব রক্ষক সারোয়ার জাহান সুজন, মজিবর রহমান সহ প্রমুখ্য।
এবিএন/সাব্বির হোসাইন/জসিম/তোহা