শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এ(+) প্রাপ্তিতে শীর্ষে

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এ(+) প্রাপ্তিতে শীর্ষে

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এ(+) প্রাপ্তিতে শীর্ষে

ঝালকাঠি, ২৩ জুলাই, এবিনিউজ : প্রতি বছরের ন্যায় এ বছরও আলিম পরীক্ষার ফলাফলে এ(+) প্রাপ্তিতে ঝালকাঠিতে শীর্ষ অবস্থানে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ২০১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১৯৯ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে সাধারন বিভাগে ২৭ জন এবং বিজ্ঞান বিভাগে ৬ জন। অকৃতকার্য হয়েছে ২ জন।

পীরে কামেল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদরাসার এ সাফল্য বিগত দিনেরই ধারাবাহিকতা। এ মাদরাসা বরিশাল বিভাগের মধ্যে একমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের প্রতিষ্ঠান।

দাখিল-আলিমে বিজ্ঞান, কম্পিউটার, ফাজিলে দুই বিষয়ে অনার্সসহ কামিলে হাদীস তাফসীর ও ফিকহ বিভাগ নিয়ে গড়ে ওঠা প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে। মাদরাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদীসহ গভর্নিং বডি, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সহযোগিতায় মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা অঙ্গনে দেশসেরা প্রতিষ্ঠান সমূহের এক মাইল ফলকে পরিণত হয়েছে।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী বলেন, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট গ্রহণ, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফিডব্যাক ক্লাস, শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য ঘণ্টাওয়ারী পরিদর্শক ও টিউটর শিক্ষকের ব্যবস্থা এবং অভিভাবক সম্মেলনসহ অত্যাধুনিক ব্যবস্থাপনার কারণে এটি গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে।

তিনি এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক এবং সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এছাড়া ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৫৪ জনে অংশ নিয়ে ৪৯ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জনে ও জিপিএ ৪ পেয়েছে ২৪ জনে। বাকিরা সবাই ৩.৫০ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ঝালকাঠি কুতুবনগর আযিযীয়া আলিম মাদ্রাসা থেকে আলিম ১১ জনে অংশ নিয়ে ৯ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৪ পেয়েছে ১ জনে। বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

এবিএন/আজমীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত