শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুলাউড়া সাংবাদিক সমিতির মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুলাউড়া সাংবাদিক সমিতির মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুলাউড়া সাংবাদিক সমিতির মানববন্ধন ও সমাবেশ

কুলাউড়া (মৌলভীবাজার), ২৩ জুলাই, এবিনিউজ : মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে আজ রবিবার দুপুরে কুলাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুলাউড়া প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিট।

কুলাউড়া পৌরসভার সম্মুখে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য দেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক মানজুরুল হক, জেলা পরিষদ সদস্য সেলিম আহমেদ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু. ইমাদ উদ দীন, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ^জিৎ দাস, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, কুলাউড়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন কবীর, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিপন, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি অজিউর রহমান আসাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সম্পাদক আতিকুর রহমান আখই, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, কুলাউড়া সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম ও শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ্ আলম শামীম, কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান, ব্যবসায়ী সুরমান আহমদ, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সৈয়দ আশফাক তানভীর ও মাহফুজ শাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, উপজেলা আল ইসলাহ্র সাধারণ সম্পাদক আবুল কালাম, হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্ছু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা তালামীযের সভাপতি শাহজাহান আহমদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক পারভেজ সিদ্দিক।

বক্তারা সজিবের দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় এর প্রতিবাদে মৌলভীবাজার জেলার সর্বস্থরের সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় একাত্মতা পোষণ করেন বিভিন্ন গণমাধ্যম ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্ধ।

এবিএন/ময়নুল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত