![মুন্সীগঞ্জ জেলায় ১ম স্থানে ইয়াজ উদ্দিন কলেজ ও ২য় স্থানে মুন্সীগঞ্জ কলেজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/23/munshigoang_abnews24 copy_89987.jpg)
মুন্সীগঞ্জ, ২৩ জুলাই, এবিনিউজ : এবছর জেলায় এইচএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসি. মডেল স্কুল এন্ড কলেজ। উক্ত কলেজের পাশের ৯৭.৪২ শতাংশ।
অপরদিকে ২০১৫সালে পূণরায় কলেজ চালু হওয়ার পরে এবারেই প্রথম মুন্সীগঞ্জ জেলায় এইচ এস সিতে মুন্সীগঞ্জ কলেজ ২য় স্থান অধিকার করেছে। অপরদিকে সরকারি হরগঙ্গা কলেজে পাশের হার ৬৯.৫৩ শতাংশ। উক্ত কলেজের পাশের হার ৯২শতাংশ।
মুন্সীগঞ্জ কলেজের শিক্ষক বলেন, পরীক্ষার্থীদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন। এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে।
এবিএন/টিপু/জসিম/এমসি