![বৈরী অাবহাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, ফেরী চলাচল ব্যাহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/24/paturia-ghat@abnews_90077.jpg)
মানিকগঞ্জ, ২৪ জুলাই, এবিনিউজ : বৈরী অাবহাওয়ার কারনে বাতাসে পদ্মা নদীতে প্রচন্ড ঢেউ থাকার কারণেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন রাজধানীতে প্রবেশের পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নৌরুটে বৈরী আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণোর ফেরি চলাচল ও ব্যাহত হচ্ছে। ফলে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে ২ শতাধিক যানবাহন। সোমবার সাড়ে১১টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দুর্ঘাটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষের আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, বৈরী অাবহাওয়ার কারনে বাতাসে পদ্মা নদীতে প্রচন্ড ঢেউ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নৌরুটে বৈরী আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণোর ফেরি চলাচল ও ব্যাহত হচ্ছে। পদ্মায় ঢেউ কমে গেলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।
এবিএন/মো. সোহেল রানা খান/জসিম/নির্ঝর