![বাহুবলে শ্বশুরবাড়ীতে জামাতার আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/24/hobigoang_abnews24 copy_90184.jpg)
হবিগঞ্জ, ২৪ জুলাই, এবিনিউজ : বাহুবল উপজেলায় শ্বশুরবাড়ীতে স্ত্রীর ওড়না গলায় পেছিয়ে আব্দুল কদ্দুছ (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার ভোররাতে উপজেলার কসবা করিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র।
জানা যায়, প্রায় ২০/২৫ দিন আগে তার স্ত্রী রাগ করে সন্তানদের নিয়ে বাবার বাড়ী চলে আসে। রোববার বিকালে স্বামী কদ্দুছর শ্বশুর বাড়ীতে আসে। এ সময় স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে ভোররাতে সকলের অগোচরে ঘড়ের তীরের সাথে স্ত্রীর ওড়না গলায় পেছিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে আজ সোমবার সকাল ১০টার দিকে থানার এসআই জহিরুল ইসলাম ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এস. আই. জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ভোররাতে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিএন/শাহ আলম/জসিম/এমসি