![নিখোঁজ শিশুর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/24/habigong_abnews_90185.jpg)
হবিগঞ্জ, ২৪ জুলাই, এবিনিউজ : চুনারুঘাট উপজেলায় শিশু মামুন মিয়া (১২) নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কেউন্দা গ্রামের একটি ডুবার পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন মিয়া কেউন্দা গ্রামের মীর হোসেন পুত্র।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকালে মামুন মিয়া বাড়ি থেকে বের হয়ে স্থানীয় শাকির মোহাম্মদ বাজারে গেলে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মামুন মিয়ার পিতা মীর নূর আহাম্মদ রোববার চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে নিহতের কারণ।
এবিএন/শাহ আলম/জসিম/এমসি