
বান্দরবান, ২৪ জুলাই, এবিনিউজ : বান্দরবানে টানা ২দিনের ভারি বর্ষণে বান্দরবান-চট্টগ্রামও বান্দরবান-রাঙ্গামাটি সড়কে পানিতে তলিয়ে যাওযায় বান্দরবানের সাথে সারা বাংলাদেশের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। গতকাল রবিবার রুমা-বান্দরবান সড়কের দলিয়ান পাড়াস্থ পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ কৃষি ব্যাংক র্কমকর্তা গৌতম নন্দি, পোষ্ট মাস্টার, স্বাস্থ্য কর্মি মুন্নি বড়–য়া ও ৮ম শ্রেনীর ছাত্রীকে উদ্ধাররে জন্য দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকে উদ্ধারের কাজ শুরু করেছে উদ্ধার কর্মিরা। টানা ভারী বর্ষণে বান্দরবানের নম্নাঞ্চল প্লাবিত হযেছে।
শহররে শরে বাংলানগর, ইসলামপুর, কাশেমপাড়ার বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের পানির ঢলে বান্দরবান-চট্টগ্রমের বাজালিয়া সড়কে পানি উঠে যাওয়ায় ও বান্দরবান-রাঙ্গামাটি সড়কের পাইনছরা ব্যলি ব্রিজটি আবারও পানির নিছে তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে সারা বাংলাদেশের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। ফলে পর্যটকসহ পাহাড়ি এলাকায় বসবাসরত জনসাধারনের দূভোগ পোহাতে হচ্ছে।
বান্দরবান-রুমা সড়করে দলয়িান পাড়া এলাকায় গতকাল পাহাড় ধসরে ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে গতকাল বকিলে ৩টায় এক জনের লাশ উদ্ধার করা হলেও বাকী ৪ জনের লাশ এখনো উদ্ধার করা সম্বব হয়নি গত সোমবার সকাল থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পলিশ, এবং রেড ক্রিসেন্ট যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ভারী র্বষণের কারনে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মিরা।
নিখোঁজ ব্যক্তিরা হলেনঃ কৃষি ব্যাংক রুমা শাখার কর্মকর্তা গৌতম নন্দি, রুমা উপজেলা পোস্ট মাস্টার রবিউল আলম, রুমা উপজলো স্বাস্থ্যকর্মি মুন্নি বড়ুয়া ও রুমা সাংগু জুনিয়ার হাই স্কুলরে ৮ম শ্রেণীর ছাত্রী মেসিং মারমা।
পাার্বত্য চট্রগ্রাম বিষক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, সার্বক্ষনিক উদ্ধার কাজের তদারকি করছেন। বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন দূঘটনায় কবলিতদের যতক্ষন খোঁজ পাওয়া না যাবে ততক্ষন উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এবিএন/রহিম/জসিম/এমসি