বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ী, ২৫ জুলাই, এবিনিউজ : রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে নৌ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক ফরিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল ছিল। ঝুঁকি এড়াতে বেলা সাড়ে ১১টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। নদী শান্ত না হওয়া পর্যন্ত কোনো ধরনের লঞ্চ চলাচল করবে না বলে জানানো হয় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে। আজ নদী কিছুটা শান্ত থাকায় নৌ চলাচল আবার শুরু হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত