![সোনাগাজীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/25/abnews-24.b_90347.jpg)
ফেনী, ২৫ জুলাই, এবিনিউজ : সোনাগাজীর চরদরবেশে খায়রুন নাহার পিনু নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী মাঈন উদ্দিন ও তার পরিবারের লোকজন লাশ ফেলে পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চরসাহাভিকারী গ্রামের টেন্ডল বাড়ির মাঈন উদ্দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রী খায়রুন নাহার পিনু(২২) কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
ঘটনার পর স্বামী মাঈন উদ্দিন শশুর বাড়ির লোকজনদের তার স্ত্রী অসুস্থ্য বলে খবর দিয়ে ঘরের মধ্যে গৃহবধুর লাশ পেলে রেখে পাষণ্ড স্বামী মাঈন উদ্দিন ও তার পরিবারের লোকজন পালিয়ে যায় । রাতে খবর পেয়ে পুলিশ ও গৃহবধুর পরিবারের লোকজন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এঘটনায় গৃহবধূর পিতা মো. নূর নবী সোনাগাজী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। নিহত গৃহবধু সোনাগাজী সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের কলিম উদ্দিন ব্যাপারী বাড়ির নূর নবীর কন্যা।
এবিএন/আবুল হোসেন/জসিম/তোহা