
শ্রীমঙ্গল, ২৫ জুলাই, এবিনিউজ : শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০১৬--২০১৭ অর্থ বছরে দরিদ্র ও মেধাবি ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) বিশ্বজিত কুমার পাল। প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল প্রমুখ। অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার স্কুল ও কলেজের ২৪২ ছাত্র- ছাত্রীর মাঝে ৪ লাখ টাকা বিতরন করা হয়। এরমধ্যে কলেজ পর্যায়ে ৬৭ জনকে ২ হাজার টাকা ও মাধ্যমিক পর্যায়ে ১৭৫ জনকে দেড় হাজার টাকা করে ছাত্র বৃত্তি প্রদান করা হয়।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা