বরগুনা, ২৫ জুলাই, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার নয়াভাইজোড়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হাতে গুরুতর যখম হওয়া প্রতিবেশী এক গরুর ব্যবসায়ী আবুল বাশার (৩৩) গতকাল সোমবার গভীর রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান। তালতলী থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নয়াভাইজোড়া গ্রামের নিহত আবুল বাশার (৩৩) গত রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে একই গ্রামের মোস্তাফার বাড়িতে একটি গরু কিনতে যান। খবর পেয়ে তার প্রতিপক্ষ ছালাম হাওলাদার ৩০ থেকে ৩৫ জনের একটি বাহিনী লাঠি সোটা ও দা ছেনা নিয়ে মস্তোফার বাড়ি ঘিরে ফেলেন।
এ অবস্থা দেখে নিরুপায় হয়ে আবুল বাশার ভয়ে দৌড়ে মস্তোফার ঘরে ঢুকে আশ্রয় নেন। এসময় ছালাম হাওলাদারের লোকজন মস্তোফার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আবুল বাশারকে টেনে হেচরে ঘরের বাইরে এনে বেধরক মারধর শুরু করেন। জীবন বাঁচাতে আবুল বাশার তাদের হাত থেকে ছুটে পাশের একটি পুকুরে ঝাপিয়ে পড়েন। প্রতিপক্ষের লোকজন চল টেটা মেরে পুকুর থেকে আবুল বাশারকে উপরে তুলে আবার নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে আবুল বাশার নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার মৃত্যু হয়েছে ভেবে ছালাম হাওলাদার তার লোকজন নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা এবং এলাকাবাসী আবুল বাশারকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বেলা আড়াইটার দিকে আবুল বাশারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টা সময় তার মৃত্যু হয়।
গরু বিক্রেতা মস্তোফা জানান, নিহত আবুল বাশার গত রবিবার সকালে আমার বাড়িতে একটি গরু কিনতে আসে। আসার কিছুক্ষনের মধ্যেই ছালাম হাওলাদারের নেতৃত্বে লাঠি সোটাসহ ৩০ থেকে ৩৫ জন লোক আমার বাড়ি ঘিড়ে ফেলেন। আবুল বাশার তখন আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে আশ্রয় নেয়। এসময় ছালাম হাওলাদারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে আবুল বাশারকে বের করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। তিনি আরো জানান, ‘ মুই বাপের বয়সেও এইরহম নির্যাতন দেহি নাই’। নিহতের পিতা আব্দুল আজিজ হাওলাদার জানান, আমাদের সাথে একই গ্রামের ছালাম হাওলাদারের সাথে সাড়ে ১১ একর জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে রবিবার আমার ছেলে বাসারকে মস্তোফার বাড়িতে একা পেয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করেছে আমি এর বিচার চাই। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এমাদুল ও সোহরাব নামে ২ জনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা