শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
ধর্ষণের চেষ্টা

মানিকগঞ্জে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

মানিকগঞ্জে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

মানিকগঞ্জ, ২৫ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের সদর উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টা মামলা তুলে নিতে নির্যাতনের শিকার শিশুটির পরিবারকে মামলার আসামি হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়ে কে ধর্ষণ চেষ্টার বিষয়ে গ্রামে উপযুক্ত বিচার না পেয়ে থানায় মামলা করেন ওই শিশুর মা। এরপর থেকেই মামলা তুলে নিতে আসামীর পক্ষ থেকে বিভিন্ন কৌশলে চাপ প্রয়োগ করা হচ্ছে। মামলার বিবরণী থেকে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার আট্টিগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত ফকির সাধুর ছেলে গৌরপদ ওরফে ঘোড়া বাবু (৬০)। গত ৩ মে বিকেলে ওই এলাকার এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুটি চিৎকার করলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় গৌরপদ। বিষয়টি প্রথমে গ্রামের মাতাব্বররা স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করে। পরে স্থানীয়ভাবে এ ঘটনার বিচার না পেয়ে ১০ মে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন শিশুটির মা। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য শিশুটির পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন গৌরপদ ও তার আত্মীয়রা। এ থেকে রেহাই পেতে আবার শিশুটির মা বাদী হয়ে ১০৭/১১৭ ধারায় গৌরপদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে।

মামলার বাদী শিশুটির মা জানায়, সংসারে অভাবের কারণে সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। তার স্বামী পেশায় একজন নরসুন্দর। ঘটনার দিন রাতে তিনি ও তার স্বামী বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে স্থানীয় ভাবে মাতাব্বরদের কাছে বিচার চান। পরে মাতাব্বররা মিমাংসায় ব্যর্থ হলে, সেখানে উপযুক্ত বিচার না পেয়ে পরে থানায় মামলা করেন। কিন্তু মামলা করার পর থেকেই তাকে ও তার স্বামীকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি পরিবার নিয়ে আতঙ্কে রয়েছে।

অভিযুক্ত গৌরপদ জানায়, ঘটনার দিন রাস্তার পাশের আম গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিলো শিশুটি। এ জন্য তাকে শুধু ধমক দিয়েছি। ধর্ষনের চেষ্টার বিষয়টি মিথ্যা। মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম জানায়, মামলার পর থেকেই জামিনে রয়েছেন আসামী গৌরপদ। আর খুব শীঘ্রই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

এবিএন/সোহেল রানা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত