![সাটুরিয়ায় ধান ক্ষেতে মিললো ১০ কেজি ওজনের মাগুর মাছ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/26/shaturia-magur@abnews_90520.jpg)
মানিকগঞ্জ, ২৬ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়ায় ধান ক্ষেতে ধান ক্ষেতে থেকে ১০ কেজি ওজনের একটি মাগুর মাছ ধরেছে এক কৃষক। মঙ্গলবার বিকেলে উপজেলার চর সাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে চর সাটুরিয়া গ্রামের জহির উদ্দিনের পুত্র অা: কাদের বাড়ির পাশ্বে তার ধান ক্ষেতে বন্যার পানি এসেছে কিনা তা দেখতে যায়। এ সময় সে ধান ক্ষেতে মাঝে হাটু পানিতে কিছু একটা নড়াচরা করতে দেখে এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে ধান ক্ষেতের অল্প পানিতে কাদায় অাটকা পরে অাছে একটি বড় মাগুর মাছ। পরে বাড়ি থেকে টেটা নিয়ে গিয়ে তা দিয়ে অাঘাত করে মাছটিকে অাটক করে।
বড় মাগুর মাছ অাটকের খবর পেয়ে এলাকার বহু লোক তাদের বাড়িতে ভীড় জমায়।
অা: কাদের জানায়, মাছটি ধান ক্ষেতের কাদায় অাটকা পরায় ধরা পরেছে। ধান ক্ষেতে যদি পানি বেশি থাকতো তবে মাছটি ধরা সম্ভব হতো না। বন্যার পানিতে কোন ডোবা বা নালা থেকে মাছরি ভেসে এসেছে। মাছটি কাটার পর তার পেটে থেকে দেড় কেজি ডিম বের হয়েছে ও মাছের ওজন হয়েছে সাড়ে ৭ কেজি। মোট সাড়ে ৯ কেজি ছিল মাছের ওজন।
স্থানীয় জামাল উদ্দিন জানায়, এতো বড় মাগুর মাছ অাগে দেখিনি। মাছটি বেশ বড়। কাটার পর মাছের পেটে থেকে যে ডিম বের হয়েছে তা যদি মাছটি ডিম ছাড়তে পারতো তবে এ চকে মাছে ভরে যেত। মাছটি কোথাও অাটকা ছিল যা বন্যার পানিতে বেরিয়ে এসেছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর