![রাজবাড়ীতে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/26/abnews--24.b_90535.jpg)
রাজবাড়ী, ২৬ জুলাই, এবিনিউজ : রাজবাড়ীতে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের অ¤্রকানন চত্বর হতে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। র্যালীতে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোাল্লা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মচারী সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল রহমানের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা