
মানিকগঞ্জ, ২৭ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জে এক গরু ব্যবসায়ী হত্যা মামলায় সাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালতের বিচারক।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি সাচ্চু মিয়া মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কাচিতারা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৪ অক্টোবর মধ্যরাতে গাবতলী গরুর হাট থেকে মানিকগঞ্জে ফেরার পথে জেলার সিংগাইর উপজেলার প্রশিকা মোড় এলাকায় পরিকল্পিতভাবে খুন হয় আজাহার। পরদিন ভোরে সিংগাইর থানা পুলিশ আজাহারের বস্তা বন্দী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত আজাহারের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে থানায় ৮ অক্টোবর হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলার সঙ্গে জড়িত সন্দেহে সাচ্চু মিয়া ছাড়াও আরও পাঁচ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচজনকে মামলা থেকে খালাস দিয়ে সাচ্চু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এবিএন/সোহেল/জসিম/এমসি