![ঝালকাঠিতে আ’লীগ নেতার বাড়ীর তালা ভেঙ্গে ডিবির তল্লাশী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/27/jhakajati-sabed@abnews_90724.jpg)
ঝালকাঠি, ২৭ জুলাই, এবিনিউজ : সদর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী ছাবেদ হোসেনের বাড়িতে ঝালকাঠি গোয়েন্দা পুলিশের একটি অতিউৎসাহী টিম (ডিবি) বিনানোটিশে আচমকা তল্লাশীর নামে তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আ,লীগ নেতা ছাবেদ হোসেন ঢাকায় অবস্থান করলেও কোন কারন ছাড়াই বুধবার সকালে ডিবি পুলিশ বাসন্ডা ইউনিয়নের দারাখানা গ্রামে তার বাড়ীর তালা ভেঙ্গে প্রবেশ করে এ তল্লাশী অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কোন প্রকার কারন বা আদালতের নির্দেশ ছাড়াই ডিবি পুলিশের অতিউৎসাহী কতিপয় সদস্যের চালানো তল্লাশী তান্ডবের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছাবেদ হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়ীতে না থাকলেও ডিবি পুলিশের এ দলটি কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় ঘরের বিভিন্ন কক্ষের দরজা তালাবন্ধ থাকলে তারা তল্লাশীর নামে পুরো ঘর লন্ডভন্ড করে ফেলা। প্রায় এক ঘন্টারও বেশী সময় ধরে এ তল্লাশী অভিযান চালানো হলেও ডিবি পুলিশ বেআইনী কোন কিছুই না পেয়ে ফিরে যায়।
এব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তল্লাশী অভিযান পরিচালনা করেন। তবে অভিযানে বেআইনী কিছুই পাওয়া যায়নি।
এ ব্যপারে ছাবেদ হোসেন মোবাইল ফোনে সাংবাদিকদের জানায়, এলাকার একটি রাজনৈতিক মহল তাকে ফাঁসিয়ে মানুষের কাছে হেয়পতিপন্ন করার জন্য ডিবি পুলিশকে ষড়যন্ত্রমূলক তথ্য দিয়ে ম্যানেজ করে আমার বাড়ীতে এ বেআইনী তল্লাশী চালিয়েছে। অন্যথায় ডিবি পুলিশ কোন প্রকার যাচাই বাছাই না করে একজন নাগরিকের ঘরের তালা ভেঙ্গে তল্লাশীর নামে তান্ডব চালাতে পারেনা।
অন্যদিকে সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদক উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি ছাবেদ হোসেনের বাড়ীতে ডিবি পুলিশের এহেন তল্লাশী ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর