![সেনবাগে বর্ন্যাতদের পাশে ছাত্রলীগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/27/senbag-tran@abnews_90736.jpg)
সেনবাগ(নোয়াখালী) , ২৭ জুলাই, এবিনিউজ : নোয়াখালী সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগানের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকালে বর্ন্যাত ১০০ পরিবারের মাঝে শুকনা খাবার ও ত্রাণ বিতরন করে ছাত্রলীগ। এই সময় উপস্থিত ছিলেন, সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী। উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, সেনবাগ উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, আর টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন বাবু, সেনবাগ উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, মাসুদ রানা, ছাত্রলীগ নেতা রবিউল হাসান হৃদয় প্রমুখ।
এবিএন/ ফিরোজ আলম ভূঞা/জসিম/নির্ঝর