বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ট্রেইনিং কোর্স সম্পন্ন

ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ট্রেইনিং কোর্স সম্পন্ন

ঢাকা, ২৭ জুলাই, এবিনিউজ : ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ব্যাংকের প্রবেশনারি অফিসারদের মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ২৭ জুলাই ২০১৭, আজ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোঃ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইবিটিআরএ’র ডাইরেক্টর জেনারেল ড. মাহমুদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ উইংপ্রধান জাফর আলম এবং আইবিটিআরএ’র প্রশিক্ষণ ও প্রশাসন ডাইরেক্টর কেএম মুনিরুল আলম আল-মামুন।

মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বেশি পরিপালনকারী ব্যাংক। ইসলামী ব্যাংক পরিবারের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সততা অনুকরণীয়। নীতি পরিপালনকারী ব্যাংকার হিসেবে নিজেদের গড়ে তুলতে তিনি নবীন ব্যাংকারদের নির্দেশ দেন এবং বড় স্বপ্ন ও সততার সাথে কাজ করে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার আহবান জানান।

এবিএন/শেখ সাইদুল হাসান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত