![দুই শিক্ষকের বিরুদ্ধে মেরামতীর বরাদ্ধ টাকা আত্নসাতের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/27/jhalkathi_abnews24 copy_90884.jpg)
ঝালকাঠি, ২৭ জুলাই, এবিনিউজ : ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠী ইউনিয়নের ২১ নং মানপাশা শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতীর জন্য সরকারের বরাদ্দকৃত লক্ষাধিক টাকা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা রানী হাওলাদার ও সিনিয়র শিক্ষক পুস্পরানী দাস কেরামতী শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।
স্কুল ম্যানেজিং কমিটিকে আড়াঁলে রেখে প্রধান শিক্ষক চন্দনা রানী ও সিনিয়র শিক্ষক পুস্পরানী মনগড়া হিসাবপত্র ও ভূয়া বিলভাউচার দিয়ে আত্মসাত করেছে বলে গুরুত্ব অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। তবে শিক্ষা জীবন থেকেই অঘটন পটিয়সী এ দুই নারী শিক্ষাক ঘটনা ধামাচাপা দিতে প্রতিবাদি শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের হুমকি-ধূমকি দিচ্ছে।
এমন তাদের আত্মসাত ঘটনা হালাল করতে বিতর্কিত এ শিক্ষিকাদ্বয় ঝালকাঠি শহরের সংখ্যালগু কয়েক আ’লীগ নেতার নাম উল্লেখ করে দেখিয়ে দেয়ার ঘোষনা দিয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি স্কুলটি সংস্কারের জন্য শিক্ষা অফিস থেকে এক লাখ টাকা বরাদ্দ দেয়া হলে বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির কাছে গোপন করে।
পরে নামকাওয়াস্তে কিছু কাজ দেখিয়ে সিংহভাগ অর্থ প্রধান শিক্ষক চন্দনা রানী হাওলাদার তার সকল অপকর্মের পাটনার সহকারী শিক্ষক পুস্প রানীর যোগসাজসে হাতিয়ে নেন। পরবর্তীতে বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির দু/এক সদস্য জেনে ফেললে।
এদিকে লিখিত এ অভিযোগটি পেয়ে তদন্ত শুরু করেছেন উপজেলা শিক্ষা অফিসার। উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালেহা খাতুন এ ব্যাপারে বলেন অভিযোগটি পেয়েছি। একজন এটিওকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমানিত হলে শিক্ষকদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।
এবিএন/আজমীর/জসিম/এমসি