শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা- চরম দূভোর্গে বিনোদপুর ৩নং ওয়ার্ডবাসী

একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা- চরম দূভোর্গে বিনোদপুর ৩নং ওয়ার্ডবাসী

একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা- চরম দূভোর্গে বিনোদপুর ৩নং ওয়ার্ডবাসী

রাজবাড়ী, ২৮ জুলাই, এবিনিউজ : আজকাল সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেন-খাল উপচে রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি উঠে যায়। টানা বর্ষণ বা ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। এমন টাই হয়েছে রাজবাড়ী পৌর সভার বিনোদপুর পুলিশ ফাড়িঁ ৩নং ওয়ার্ডের পিয়ন পাড়া এলাকায় টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

এই ৩নং ওয়ার্ডে ড্রেন্স ব্যবস্থা না থাকায় বাসাবাড়ি গুলিতে পানি উঠায় চরম দূভোর্গে পরেছেন এলাকার বেস কয়েকটি পরিবার। রান্না বান্না ঠিকমত করতে পারছেন না তারা।রয়েছেন পানিবাহিত রোগের আস্কায়।

কয়েকটি বাড়ির চার পাসে পানি যেন গিরে রেখেছে তাদের। তাছারাও কিছু কিছু বাড়ির উঠনাও উঠে গেছে পানি।এভাবে আর কিছু দিন বৃষ্টি হলে ঘরের মধ্যে ঢুকে যাবে বৃষ্টির পানি।তখন হয়েতো নিজের বাড়ি ছেরে অন্য কোথাও আশ্রয় নিতে হবে।

তাছারাও এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর কিছু অংশ চলে যায় পানির নিচে। বিঘ্নিত হয় যাতায়াত ও পরিবহন ব্যবস্থা। এই জলাবদ্ধতার প্রধান কারণগুলোর মধ্যে প্রথম দিকেই থাকবে অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম, অপরিকল্পিতভাবে বাসাবাড়ি নির্মাণ, পানিপ্রবাহের ছোট-বড় নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বিভিন্ন স্থানে নালা সরু করে ফেলা ও সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন না করা, খাল দখল ও ভরাট।

এদিকে সরকারের এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। এই ছোট ছোট জলাবদ্ধতা নিরসনে এগিয়ে না এলে যেকোনো সময় ভয়াল বন্যায় রূপান্তরিত হতে বেশি সময় লাগবে না বলেই মনে করছেন এলাকাবাসী।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত