![মুন্সীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত মৃত্তিকার পাশে অ্যাটর্নি জেনারেল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/28/munsigong_abnews_90978.jpg)
মুন্সিগঞ্জ, ২৮ জুলাই, এবিনিউজ : মুন্সীগঞ্জ উপজেলার মাঝি বাড়ি এলাকার দরিদ্র পরিবারের সন্তান মৃত্তিকা। দুরারোগ্যে আক্রান্ত হয়ে তিন মাস ধরে চিকিৎসা গ্রহণ করছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
মৃত্তিকার চিকিৎসার খোঁজ নিতে সেখানে ছুটে যান বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা ( অ্যাটর্নি জেনারেল ) মাহবুবে আলম। মাহবুবে আলমকে দেখে আনন্দে কেঁদে ফেলেন অসুস্থ্য মৃত্তিকা ও মৃত্তিকার পরিবারের সদস্যরা।
মাহবুবে আলম বলেন , মৃত্তিকা টঙ্গীবাড়ী বিদ্যাপীট বালিকা উচ্চ বিদ্যালয়ে অচিরেই ফিরে যাক এবং এবার অষ্টম শ্রেনীর ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করুক। এই জন্য ওর চিকিৎসা ব্যায় মিটাতে প্রয়োজনে আবারো আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে তিনি প্রতিশ্রতি প্রদান করেন।
এবিএন/টিপু/জসিম/এমসি