![ইসলামী ব্যাংক এর বোর্ড অব ডাইরেক্টরসের সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/28/abnews-24.bbb_90993.jpg)
ঢাকা, ২৮ জুলাই, এবিনিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরসের সভা গতকাল ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান-এর সভাপতিত্বে সভায় দেশি-বিদেশী ডাইরেক্টরবৃন্দ এবং ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন। সভায় ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
এবিএন/শেখ সাইদুল হাসান/জসিম/তোহা