![শ্রীমঙ্গলে দমকল বাহিনীর মহড়া অনুষ্টিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/28/fireservice1@abnews_90998.jpg)
শ্রীমঙ্গল, ২৮ জুলাই, এবিনিউজ : রাত ৯:৩০ মিনিট। গতকাল বৃহস্পতিবার রাতের কথা বলছি। অামি শহরের চৌমোহনা দিয়ে রিকশায় বাসায় ফিরছিলাম। এমন সময় দমকল বাহিনীর একটি গাড়ী সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে মৌলভীবাজার সড়কের দিকে চলে গেল। নিশ্চয়ই কোন দূর্ঘটনা ঘটেছে। তাই অামি রিকশা ঘুরিয়ে মৌলভীবাজার রোডের দিকে ছুটলাম। কয়েক সেকেন্ডের মধ্যে ফায়ার সার্ভিসের একটি এম্বুলেন্স ঘটনাস্হলের দিকে ছুটে গেল।
মৌলভীবাজার রোডে সুফিয়া কমপ্লেক্সের সামনে এক দূর্ঘটনায় এক শিশু গাড়ির ভেতর অাটকে অাছে। দমকল কর্মীরা মিনিট পাঁচেকের মধ্যে শিশুটিকে উদ্ধার করে সুফিয়া কমপ্লেক্সের সামনে একটি বিছানায় প্রাথমিক চিকিৎসা শুরু করল।
ততক্ষণে কয়েকশ উৎসুক মানুষের ভিড় জমে গেল। প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে শিশুটিকে এম্বুলেন্সে উঠিয়ে দেয়া হলো।
এম্বুলেন্সটি দ্রুত গতিতে হাসপাতালের দিকে চলে গেল। অাসলে এটি কোন দূর্ঘটনা ছিল না। এটি ছিল দমকল বাহিনীর একটি মহড়া।
শ্রীমঙ্গল দমকল স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. রবিউল্লাহ জানালেন, যে কোন দূর্ঘটনা, অগ্নিকান্ড বা যে কোন দূর্যোগে মানুষকে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং হাসপাতালে পাঠানো ও মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্যই এই মহড়ার অায়োজন করা হয়েছে।
তিনি অারো জানান, গনসচেতনতা সৃষ্টির জন্যে এমন মহড়া অব্যাহত থাকবে।
মহড়ায় মৌলভীবাজার দমকল বাহিনীর ডিএডি, শ্রীমঙ্গলের ওয়ারহাউজ ইন্সপেক্টর, স্টেশন অফিসারসহ দমকল কর্মীরা অংশ নেয়।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর