শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে ৬ উপকারভোগী পেলেন ৩ লাখ ২২ হাজার টাকা

শ্রীমঙ্গলে ৬ উপকারভোগী পেলেন ৩ লাখ ২২ হাজার টাকা

শ্রীমঙ্গলে ৬ উপকারভোগী পেলেন ৩ লাখ ২২ হাজার টাকা

শ্রীমঙ্গল, ২৮ জুলাই, এবিনিউজ : সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ৬ উপকারভোগীকে বনায়নের চেক দিয়েছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন্যপ্রানী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন সিলেট বিভাগের আওতাধীন শ্রীমঙ্গলের কালাছড়া বিটে ২০০২-০৩ সালে সামাজিক বনায়নের আওতায় করা বাফার জোন বাগান মেয়াদোত্তীর্ণ হওয়ায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এতে বিক্রিত মোট অর্থ দাঁড়ায় ৯ ল‍াখ ৭৯ হাজার ৫শ টাকা।

সামাজিক বনায়নের আওতায় চুক্তি মোতাবেক বিক্রিত অর্থের ৪৫ শতাংশ ৪ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা উপকারভোগীদের, ৪৫ শতাংশ সরকারি রাজস্ব ও অবশিষ্ট ১০ শতাংশ টাকা নতুন বাগান সৃজনের লক্ষ্যে বনবিভাগের কোষাগারে জমা রাখা হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে গ্রুপ-২ এর ৯ জন উপকারভোগীর মধ্যে ৫ জনের হাতে ৪৮ হাজার ৯৭৫ টাকা করে মোট ২ লোখ ৪৪ হাজার ৮৭৫ টাকা চেক তুলে দেয়া হয়। এরা হলেন- জমির আলী, মো. হুমায়ুন কবির দুরুদ, মো. আনু মিয়া, মরহুম ডা. আজিজ উদ্দিনের স্ত্রী ইয়ারুন্নেসা এবং জাহিদ হাসান।

এছাড়াও গ্রুপ-৬ এর উপকারভোগী সদস্য মুমিন মিয়া তার প্রাপ্য অর্থের জন্য আবেদন করায় তাকেও প্রায় ৭৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৭ পদকে ভূষিত সাংবাদিক আতাউর রহমান কাজল, বাংলানিউজ ২৪. কমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিত ভট্টাচার্য বাপন,ট্রাফিক জোনের প‍ুলিশ পরিদর্শক মো. সালাহ উদ্দিন কাজল, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন প্রমুখ।

এ পর্যন্ত মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাফার জোন বাগানগুলো থেকে ৬৬ জন উপকারভোগীর মধ্যে মোট ৬৯ লাখ ১ হাজার ৪১১ টাকার চেক বণ্টন করা হয়েছে বলে জানান এসিএফ তবিবুর রহমান।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত