শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে স্ত্রীর মামলায় এএসআই জহিরুল হাজতে

ঝালকাঠিতে স্ত্রীর মামলায় এএসআই জহিরুল হাজতে

ঝালকাঠি, ২৮ জুলাই, এবিনিউজ : ঝালকাঠিতে স্ত্রীর দায়েরকৃত যৌতুক ও নির্যাতনের মামলায় ঢাকা এসবির এএসআই হিসাবে কর্মরত মো. জহিরুল কে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরন করেন। এসবির এএসআই মো. জহিরুলের বিরুদ্ধে তার স্ত্রী উম্মে আয়সা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে এ মামলা (নং-৯৯/২০১৭ইং) দায়ের করেন। মামলার বিবরণে জানায়, সদর উপজেলার নথুল্লাহবাদ ইউনিয়নের উম্মে আয়সার সাথে পারিবারিক ভাবে পার্শবর্তী নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের বাসিন্ধ ঢাকা এসবির এএসআই পদে কর্মরত মোঃ জহিরুলের সাথে বিবাহ হয়। কিছু দিন যেতে না যেতেই স্বামী এসবির এএসআই মোঃ জহিরুল যৌতুকের দাবীতে স্ত্রী উম্মে আয়সার উপর নানাভাবে নির্যাতন চালাতে শুরু করলে নিরুপায় হয়ে সে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা (নং-৯৯/২০১৭ইং) দায়ের করে।

আদালতের একটি সূত্র জানায়, মামলাটি দায়েরের পর প্রথম ধার্য তারিখে আসামী পক্ষের ধরপাকড়ে বাদী পক্ষ কিছুটা নমনিয় হলে আদালত মিমাংসার জন্য সময় দেন। কিন্তু এ সময়ের মধ্যে আসামী পক্ষ মিমাংসা করতে ব্যর্থ হয়। বৃহস্পতিবার ধার্যকৃত তারিখে এসবির এএসআই মোঃ জহিরুল আদালতে আত্মসমার্পন করে জামিনাবেদন জানালে নামঞ্জুর করে জেলহাজতে পাঠিনো হয়।

এবিএন/আজমীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত