পাবনা, ২৯ জুলাই, এবিনিউজ : পাবনার বেড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন বাসযাত্রী।
শুক্রবার রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী সরকার ট্রাভেলস পরিবহনের একটি বাস বেড়া উপজেলার চাকলা ছোন্দহ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বাসের চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন তারা।
আহত অন্যান্য বাসযাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য বাসে তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ গুরুতর আহত নেই।
বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বলেন, ‘রাশেদ কবির স্যার মারা যাওয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একজন প্রতিভাবান ভালো শিক্ষককে হারালেন।’
এবিএন/সাদিক/জসিম/এসএ