শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাটুরিয়ায় ডাকাতি করে ৩ লক্ষ টাকার মালামাল লুট

সাটুরিয়ায় ডাকাতি করে ৩ লক্ষ টাকার মালামাল লুট

মানিকগঞ্জ, ২৯ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। তাদের মধ্যে একজনকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডাকাতরা প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নে বইলতলা গ্রামে সিরাজুলের বাড়িতে গতকাল শুক্রবার মধ্য রাতে একদল ডাকাত হানা দিয়ে, ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির লোকদের মারধোর করে ৯০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ও ২ টি মোবাইল লুটে নেয়। ডাকতেদের মারধোরে আহত হয়েছে ৩ জন।

এ সময় আছর উদ্দিন (৩২) নামের একজনকে ডাকাতরা কুপিয়ে মারাতœক আহত করে। তাকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

সাটুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু জানায়, ডাকাতির ঘটনায় সদর সার্কেলের সিনিয়র এ.এস.পি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের কুপে আহত ব্যক্তিকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিএন/সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত