![শ্রীমঙ্গলে স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/29/abnews-24_91159.jpg)
শ্রীমঙ্গল, ২৯ জুলাই, এবিনিউজ : শ্রীমঙ্গলে ৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ আজ শনিবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী রনধীর কুমার দেব।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হেলেনা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন প্রমুখ। এ প্রতিযোগিতায় উপজেলাের ৩১ টি হাই স্কুলের বিভিন্ন ইভেন্টে প্রায় সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহন করছে।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা