![পাটুরিয়ায় চলন্ত ফেরিতে আগুন, আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/29/abnews-24.b_91161.jpg)
মানিকগঞ্জ, ২৯ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে চলন্ত অবস্থায় ভাষা শহীদ গোলাম মওলা ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে রো রো ফেরি ভাষা শহীদ গোলাম মাওলার ইঞ্জিনে এ আগুন লাগে। পাটুরিয়া নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ২ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানায়, পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে চলন্ত ফেরির ইঞ্জিনে আগুন লাগে। আহতদের একজনের নাম পাওয়া গেছে। তিনি ওই ফেরির টেন্ডল আবদুল মান্নান (৫০)। সিএটু স্প্রে মেশিন দিয়ে আগুন নেভানোর সময় গ্যাসে তিনি আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাকি জনের নাম পাওয়া যায়নি। আগুনের খবরে ফেরির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ও ঘিওর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফেরিটি তীরে নিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানায় জিল্লুর রহমান।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা