শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনা জেনারেল হাসপাতালের শুন্যপদে ডাক্তার নিয়োগের দাবিতে মানব্বন্ধন

বরগুনা জেনারেল হাসপাতালের শুন্যপদে ডাক্তার নিয়োগের দাবিতে মানব্বন্ধন

বরগুনা জেনারেল হাসপাতালের শুন্যপদে ডাক্তার নিয়োগের দাবিতে মানব্বন্ধন

বরগুনা, ২৯ জুলাই, এবিনিউজ : বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও জেনারেল হাসপাতালের শুন্য পদে ডাক্তার নিয়োগসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে বরগুনা নাগরিক অধিকার সংরক্ষন কমিটির উদ্দোগে মানব্বন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে প্রায় দুই ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালিত হয়। বরগুনা নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমানের সভাপতিত্বে মানব্বন্ধনে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

এছাড়া, আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মোতালিব মিয়া, সাবেক পৌর মেয়র মো. শাহজাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাচানুর রহমান ঝন্টু, নারী নেত্রী খাদিজা আক্তার, কমরেড আব্দুল হালিম ও চিত্তরঞ্জন শীল প্রমূখ।

মানব্বন্ধনে জনপ্রতিনিধি, আইনজীবি, সাংবাদিক ও শিক্ষক নেতৃবৃন্ধসহ কয়েক শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন। বরগুনা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসারসহ মোট ৪২ জন চিকিৎসকের যায়গায় কাগজ কলমে ৬ জন কর্মরত দেখানো হলেও আছে মাত্র দুইজন।

১৮২ জন কর্মচারীর যায়গায় রয়েছেন মাত্র ৭০ জন। এতে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পরেছে। অতিসত্বর যাতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ দেয়া হয় এজন্য বক্তারা সরকারের দৃস্টি আকর্ষন করেন।

এবিএন/তরিকুল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত