![মুন্সীগঞ্জে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/29/munshigoang_abnews24 copy_91238.jpg)
মুন্সিগঞ্জ, ২৯ জুলাই, এবিনিউজ : মুন্সীগঞ্জ সদর থানাধীন আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র স্থানীয় আব্দুল হামিদ শেখ-এর পুত্র মোঃ সোহাগ (১০) আজ শনিবার সিএনজির ধাক্কায় মারা গেছেন।
জানা যায়, দুপুর ১টায় সোহাগ সাইকেল যোগে বিদ্যালয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী মোঃ করিম মোল্লার বাড়ীর সামনে আসলে দ্রুƒতগামী একটি (সি এন জি) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় আছরে পড়লে তার মাথা থেতলে যায় ও হাত ভেঙে যায় এবং সারা শরির ক্ষতবিক্ষত হয়ে যায়।
সাথে সাথে স্থানীয় লোকজন ও বিদ্যলয়ের শিক্ষকরা তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল এ স্থানান্তর করেন। এম্বুলেন্স যোগে তাকে ঢাকা নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘাতক সিএনজি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
এবিএন/আতিকুর/জসিম/এমসি