রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • জাতীয়
  • শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের দলিল ও বঙ্গবন্ধুর জীবনি উপহার দিলেন অ্যাটর্নি জেনারেল

শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের দলিল ও বঙ্গবন্ধুর জীবনি উপহার দিলেন অ্যাটর্নি জেনারেল

শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের দলিল ও বঙ্গবন্ধুর জীবনি উপহার দিলেন অ্যাটর্নি জেনারেল

মুন্সীগঞ্জ, ২৯ জুলাই, এবিনিউজ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল পত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বিভিন্ন গুনি লেখকদের বই উপহার দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য উপজেলার হাড়িদিয়া, পয়শা, খিদির পাড়া ও কলমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বইগুলো তুলে দেন। এছাড়াও কলমা ইউনিয়নের ছাবরা বাড়ি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের জন্য দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

অ্যাটর্নি জেনারেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে যতো জানবে, ততোই দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। আর এই জন্য প্রয়োজন মানসম্পন্ন বই পড়া। বিদ্যালয় গুলোতে গুরুত্বপূর্ণ বই উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

ঢাকা মেডিকেল কলেজে ড. আবু ইউসুফ ফকির, লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শামসুল তাবরীজ, লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূইয়া কেনেডি, কনকশার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিষিষ্ট সংগঠক নাছির উদ্দিন জুয়েল, সাবেক উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল, টঙ্গীবাড়ি সোনারং ইউনিয়ন আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাঝি প্রমুখ।

এবিএন/টিপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত