শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাঠালিয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার মামলায় আরও এক আসামী গ্রেফতার

কাঠালিয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার মামলায় আরও এক আসামী গ্রেফতার

কাঠালিয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার মামলায় আরও এক আসামী গ্রেফতার

ঝালকাঠি, ২৯ জুলাই, এবিনিউজ : কাঠালিয়ায় আইন শৃংখলা রক্ষা সম্পর্কিত সভায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জের ব্যবসায়ী জাফর খান (৪০)কে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার আসামী মিলন খানকে (২৬) আজ শনিবার ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

কাঠালিয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজ এলাকা থেকে গ্রেপ্তারকৃত এজাহারভূক্ত আসামী মিলনকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করেন।

আহত জাফর আলী খানের বড় ভাই কবির খান জানান গত ১৮ জুলাই মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় পঞ্চায়েত বাজারে জাফর খান নাস্তা করার সময় স্থানীয় সন্ত্রাসী গিয়াস মুন্সি, জাকির মুন্সি, এনায়েত, তুহিন খা, ইউনুচ, কাইয়ুম, মিলন খান ও মিরাজ মীরাসহ ১০ থেকে ১২জন সন্ত্রাসী হোটেলে ঢুকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাথারী কোপায়। সন্ত্রাসী জাফরের শরীরের বিভিন্ন স্থানে ২৩টি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে বীর দর্পে গুচ্ছ গ্রামের দিকে চলে যায়।

আশংকা অবস্থায় জাফর বর্তমানে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখাসহ ৭টি চাপাতি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে অনুষ্টিত আইন-শৃঙ্খলা সভায় সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জাফর জোড়ালো বক্তব্য রাখে। এর জেরে ধরে তাকে সন্ত্রাসীরা এভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দাবি করেন বড় ভাই কবির খান।

এ ব্যাপারে কাঠালিয়া থানার সএস আই আঃ সালাম জানান, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জাফর আলীকে দ্রুত বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনার এক ঘন্টার ব্যবধানে এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি রামদা( বগি দাও) উদ্ধার ও রিয়াজ মুন্সী নামের একজনকে আটক করে পুলিশ।

এ বিষয় কাঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান এ মামলায় এখন পপর্যন্ত ৪ জন কে আটক করছি আমরা এবং বাকিদের আটক করার জন্য কঠর চেষ্টা চালাচ্ছি।

এবিএন/আজমীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত