হবিগঞ্জ, ২৯ জুলাই, এবিনিউজ : আজ শনিবার সকাল ৬ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার-এর নেতৃত্বে এডি জে.এম ইমরান ও এএসপি মোঃ বেল্লাল হোসেন মল্লিক সহ হবিগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
হবিগঞ্জ জেলার সদর থানাধীন বড় বহুলা গ্রামের মৃত রশিদ আলী ছেলে মোঃ সৈয়দ আলী (৪২) কে তার নিজ বাড়ী থেকে ১৭ শ ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, মাদক বিক্রয় লব্ধ অর্থ ৬২হাজার ১৭০ টাকা এবং ১টি আইটেল মোবাইল ও ২টি সিমকার্ডসহ তাকে ও তার সহযোগীকে আটক করে র্যাব।
আটককৃত অপর আসামী হচ্ছে একই গ্রামের মৃত তৈয়ব আলী ছেলে মোঃ বাদল মিয়া (৩২)। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলার সদর থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।
প্রেস নোটের মাধমে এ খবর জানিয়েছে র্যাব।
এবিএন/নুরুজ্জামান/জসিম/এমসি