বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে উদ্ধার শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
‌ফেসবু‌কের কল্যা‌নে

মানিকগঞ্জে উদ্ধার শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

মানিকগঞ্জে উদ্ধার শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

মানিকগঞ্জ, ২৯ জুলাই, এবিনিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ১০ বছরের প্রতিবন্ধী শিশু সাবিহাকে ১৯ দিন পর ফিরে পেলেন তার বাবা-মা। মানিকগঞ্জ থেকে ১৯ দিন আগে প্রতিবন্ধী সাবিহাকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন জেলে মফে বিশ্বাস। পরে পুলিশের কাছে মেয়েটিকে তুলে দেন তিনি। উদ্ধার হওয়া শিশু সাবিহার ছবি মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হয়।

এরপর ওই ছবির সূত্র ধরে সাবিহার বাবা বাবা মিলন ও মা হাজেরা খাতুন তাদের হারিয়ে যাওয়া মেয়েকে চিহ্নিত করেন। পরে ওই দম্পতি যোগাযোগ করেন পুলিশ সুপারের সঙ্গে। শনিবার পুলিশ সুপার মাহফুজুর রহমান উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেন। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার, জেলে মফে বিশ্বাস, শিশুটির বাবা মিলন ও মা হাজেরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্বজনেরা জানান, গত ১১ জুলাই মিলন তার একমাত্র মেয়ে সাবিহাকে নিয়ে স্ত্রীর কর্মস্থল নবীনগরের গাজীরচট থেকে গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুগ্রামে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মানিকগঞ্জের তরা ব্রিজের নিচে কালিগঙ্গা নদীর পারে যান। ওই সময় মেয়ে সাবিহা নদীতে পড়ে যায়।

রাতভর অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে বাবা মিলন নবীনগরের গাজীরচটে ফিরে যান। এদিকে রাত ৮টার দিকে কালিগঙ্গা নদীর দেড় নটিক্যাল ভাটিতে স্থানীয় জেলে মফে বিশ্বাস মেয়েটিকে নদী থেকে উদ্ধার করেন। পরে পুলিশের সাহায্য নেন তিনি এবং তার বাড়িতে মেয়েটিকে রাখার ব্যবস্থা করেন পুলিশ সুপার।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত