![নড়াইলে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র ও বৃদ্ধা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/30/narail-road-accident@abnews_91327.jpg)
নড়াইল, ৩০ জুলাই, এবিনিউজ : নড়াইলে সড়ক দূর্ঘটনায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক স্কুলছাত্র ও এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মাহমুদুল হাসান শাওন (১৫) শহর সংলগ্ন সদর উপজেলার বাঁশভিটা গ্রামের সোহেল আহম্মেদের ছেলে। অপর নিহত শ্যামলী বিশ্বাস (৭৪) পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের বনমালী বিশ্বাসের স্ত্রী। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে শনিবার রাত পৌনে ১১ টার দিকে পৌর এলাকার রূপগঞ্জ-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা দক্ষিণপাড়া মন্দিরের সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে ভাদুলীডাঙ্গা দক্ষিণপাড়া মন্দিরের সন্নিকটে রুপগঞ্জ-মুলিয়া সড়কে মোটরসাইকেল চালক মাহমুদুল হাসান শাওন শ্যামলী বিশ্বাসকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে চালক শাওনের মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় সোহেলের মৃত্যুতে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় শোক প্রকাশ করেছেন। জানা গেছে নিহত সোহেল উজ্জ্বল রায়ের ছেলের সহপাঠী ছিল। এ কারণে সোহেলও তাঁর নিকট সন্তানতুল্য। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।
এবিএন/উজ্জ্বল রায়/জসিম/নির্ঝর