বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শেরপুরে হাতির আক্রমণে নিহত ১

শেরপুরে হাতির আক্রমণে নিহত ১

শেরপুর, ৩০ জুলাই, এবিনিউজ : শেরপুরে ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে এক গারো কৃষক নিহত হয়েছেন। উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন ছোট গজনি গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত পলোদফো সাংমা (৩৫) ওই গ্রামের রনেন কুবির ছেলে।

কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে ছোট গজনি পাহাড়ি ওই গ্রামে ৪০ থেকে ৪৫টি বন্যহাতির একটি দল আক্রমণ চালায়। তারা পলোদফোর ঘরের পাশে আলুক্ষেতে নেমে আলু খেয়ে ও পা দিয়ে মারিয়ে নষ্ট করতে থাকে। এ সময় পলোদফো তাদের তাড়াতে গেলে একটি বন্যহাতি পায়ের তলায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত