![নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/30/narail_abnews24_91339.jpg)
নড়াইল, ৩০ জুলাই, এবিনিউজ : নড়াইলের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ভাদুলীভাঙ্গা এলাকার শ্যামলী বিশ্বাস (৭২) ও বাঁশভিটা এলাকার মাহমুদুল হাসান শাওন (১৬)।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার রাতে শাওন মোটরসাইকেল চালিয়ে ভাদুলীডাঙ্গা থেকে নড়াইলের দিকে আসছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শ্যামলী বিশ্বাসকে চাপা দেয় শাওন। এতে ঘটনাস্থলেই শ্যামলী বিশ্বাস মারা যান। এ সময় মোটরসাইকেলসহ শাওনও রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এবিএন/সাদিক/জসিম/এসএ