শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মৌলভীবাজারে বনকর্মীদের ওপর হামলা : আহত ৬

মৌলভীবাজারে বনকর্মীদের ওপর হামলা : আহত ৬

মৌলভীবাজার, ৩০ জুলাই, এবিনিউজ : মৌলভীবাজার সদর উপজেলায় সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে সভার মধ্যে বাকবিতণ্ডার পর বনকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মোস্তফাপুর ইউনিয়নের গোমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বনপ্রহরী আনোয়ার হোসেন, শেখ শাহরিয়ার শান্ত, সুব্রত সরকার ও আশিক মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানান, সামাজিক বনায়নের উপকারভোগী বাচাই করতে সন্ধ্যায় গোমড়া এলাকায় সভায় বসেন তবিবুর রহমান। বন বিভাগের জমির বরাদ্দ, জবকরদখলকারীদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে সেখানে উপকারভোগীদের উপস্থিতিতে আলোচনা হয়।

জেলার সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ‘সভার এক পর্যায়ে স্থানীয় জবরদখলকারী আশিক মিয়ার নেতৃত্বে কিছু লোক বনকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বনকর্মীদের ওপর হামলা চালায় তারা।’

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে ‘আত্মরক্ষার জন্য’ বনকর্মীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, হামলার ঘটনায় আশিক মিয়ার ছেলে রুমেল মিয়া ও রুমান মিয়াকে পুলিশ আটক করেছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত