বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

নড়াইলে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

নড়াইল, ৩১ জুলাই, এবিনিউজ : নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামে কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে কাঁঠমিস্ত্রি নির্মল রায়কে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০ জুলাই) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, নির্মল রায়ের স্ত্রী সুনিতা রায় জানান, গত শুক্রবারে তার স্বামী প্রতিবেশি মিলটন কাজীর স্ত্রী লাবনীকে কাঁঠাল খেতে দেয়। এ ঘটনায় মিলটন ক্ষুদ্ধ হয়ে গত শনিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে নির্মল রায়কে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয় বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নেয় নির্মল। এরপর গতকাল রোববার রাতে নির্মল অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তার মৃত্যু হয়। সুনিতা রায় বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় মিলটন পলাতক রয়েছে। মির্জাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নাজমুল বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/ উজ্জ্বল রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত