![টানা লোডশেডিংয়ে অতিষ্ঠ রাজবাড়ী বাসী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/31/bidduthinota@abnews_91580.jpg)
রাজবাড়ী, ৩১ জুলাই, এবিনিউজ : বেস কিছু তিন দিন ধরে রাজবাড়ীতে নিয়মিত টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় ১ঘন্টা পর পর লোডশেডিং এর কারনে ব্যবসায়ীরা পরেছেন চরম সমস্যায়। বিদ্যুৎ না থাকায় ক্রেতারা দোকানে আসতেই চাই না বলে অভিযোগ করেছেন অনেকেই।
বিশেষ করে কম্পিউটার, লেদ মেশিন, স-মিল, ফটোষ্ট্রেট ও অটোরিকশা চালক সহ বিদ্যুৎ এর উপর নির্ভশিল বিভিন্ন ব্যবসায়ীরা পরেছেন চরম দুর্ভোগে।
শুধু দিনেই নয় রাতের বেলায় ভয়াবহ লোডশেডিং আরো কষ্ট দায়ক অন্ধকারে থাকতে হয় রাজবাড়ী বাসীকে। ঘুম বাদ দিয়ে মধ্য রাত পর্যন্ত রাস্তায় ঘুরাঘুরি করেন অনেকেই।
প্রচন্ড ভ্যাপসা গরম ও বিদ্যুৎহীন নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন।
বিনোদপুর গ্রামের মিজান শেখ জানান রাজবাড়ীতে সারাদিনে বিদ্যুৎ দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৪/৫ ঘন্টা।
শ্রমিক মজুর ও শত শত অটোরিক্সা ও ভ্যান চালকরা কর্মহীন হয়ে পড়েছে।
বিদ্যুৎ এর এমন লোড শেডিং এর ভয়াবহতায় সরকারি, বেসরকারি অফিস , শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসা কার্যক্রমও থমকে দাঁড়িয়েছে রাজবাড়ীতে।
বিদ্যুৎ এর এমন সমস্যা আর কিছু দিন চলতে থাকলে অনাহারে কাটাতে হবে অটোরিকশা চালক সহ নিম্ন আয়ের মানুষ গুলোকে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর