![জনকন্ঠের সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল সন্ত্রাসী হামলার শিকার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/31/untitled-1 copy_91639.jpg)
মুন্সিগঞ্জ, ৩১ জুলাই, এবিনিউজ : গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে মুন্সিগঞ্জের জনকণ্ঠ স্টাফ রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জ্বল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৩১ শে জুলাই এর পৃতিবাদে মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন করা হয়েছে।
জানা যায়, মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকার বাসারভিলার একটি ফ্লাটে মীর নাসির উদ্দিন উজ্বল তার পরিবার নিয়ে বসবাস করেন। বাসার ভিলার মালিক হচ্ছেন আবুল বাসার।
তিনি কাতারে এরশাদের জাতীয় পার্টীর সভাপতি। ঘটনার রাতে বাসারের স্ত্রীর সাথে মীর নাসির উদ্দিনের বাকবিতান্ডা হয়।
বাসারের স্ত্রী দলবল দিয়ে মীর নাসির উদ্দিন উজ্জ্বলের ওপর হামলা চালায় বলে খবর পাওয়া গেছে।
আহত মীর নাসির উদ্দিন উজ্জ্বলের আঘাতের জায়গায় দু’টি সেলাই করা হয়েছে। এব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। সদর থানার ওসি ইউনুস আলী জানান আমরা অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে সর্বাতœক চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান