শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে স্ত্রী নির্যাতনের মামলায় পিজি’র ডাঃ সুমন গ্রেফতার

সোনাগাজীতে স্ত্রী নির্যাতনের মামলায় পিজি’র ডাঃ সুমন গ্রেফতার

সোনাগাজীতে স্ত্রী নির্যাতনের মামলায় পিজি’র ডাঃ সুমন গ্রেফতার

সোনাগাজী, ৩১ জুলাই, এবিনিউজ : নাগাজীতে স্ত্রীর দায়ের করা মামলায় পিজি হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধী বিভাগের চিকিৎসক এহসানুল কবীর সুমন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) হারুন উর রশিদের নেতৃত্বে এএসআই দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলমসহ সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এহসানুল কবীর সুমন উপজেলার সেনেরখিলের কেরামতিয়া বাজার এলাকার ভেন্ডর বাড়ীর মৃত একেএম হাফিজ আহাম্মেদ এর ছেলে। সুমন স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, সুমন ৬ বছর আগে পারিবারিক ভাবে ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ডের বাসিন্দা নূরে আছমা নীতুকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সুমন নানা ভাবে নীতুকে যৌতুকের জন্য চাপ দেয়। নীতুর বাবা ইতিমধ্যে তাকে বিভিন্ন সময় ৫ লাখ টাকা দেন। ২০১৭ সালের শুরুর দিকে সুমন ফেনীর করিম টাওয়ারে জেডইউ হাসপাতালে ২৫ লাখ টাকার একটি পরিচালক শেয়ার কিনার জন্য ও একটি গাড়ি কিনে দেয়ার জন্য চাপ দেয়।

এনিয়ে শাররিক ও মানসিক নির্যাতনের ফলে নীতুর সুমনের নামে না কিনে বাবা নীতুর নামে জেডইউ হাসপাতালে শেয়ার কিনে দিতে সম্মত হন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে নিতুকে মারধর করে বাপের বাড়ীতে পাঠিয়ে দেয়। এঘটনায় নীতু তার স্বামী সুমন, দেবর শাওন ও মামা শশুর মিলনের বিরুদ্ধে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন।

এই মামলায় আদালত সুমনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরপর বিভিন্ন সময় নীতু ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমুকি-ধমকি দেয়। এতে কাজ না হওয়ায় সুমন ক্ষিপ্ত হয়ে সুমন ২৮ জুলাই নীতুর বাপের বাড়ীতে গিয়ে তাকে ও তার পিতাকে দেখে নেয়ার হুমকি দেয়। এই ঘটনায় নীতু ফেনী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ এহসানুল কবীর সুমনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত