
ঢাকা, ০১ আগস্ট, এবিনিউজ : প্রাণের আমেজে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। নিউইয়র্ক সিটির অদূরে সবুজ অরণ্য ক্রোটন পয়েন্ট পার্কে গত ৩০ জুলাই রোববার অনুষ্ঠিত হয় বিশ্বনাথ প্রবাসীদের এ জমজমাট বনভোজন। বিশ্বনাথ প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়। অংশগ্রহণকারি সকলেই পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। আর চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত এ আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় খেলাধূলা।
নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ১০টায় ৩টি বাস এবং ২৫টি প্রাইভেট কার যোগে প্রায় শ তিনেক বিশ্বনাথ প্রবাসী এবং অতিথিবৃন্দ পিকনিক স্পটে উপস্থিত হন। দুপুর ১২টায় সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পরই অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান।
দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মনির আহমদ এবং যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মনাফ ও বনভোজন কমিটির সদস্য সচিব সেবুল খান মাহবুব।
বনভোজন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, জকিগঞ্জ সোসাইটি ইউএসএ’র কোষাধ্যক্ষ আবদুল বাছিত, জগন্নাথপুরের প্রবীণ শিক্ষক আবু হোরায়রা (সাদ মাস্টার), কমিউনিটি এক্টিভিস্ট ছমন এলাহী, বাংলাদেশ সোটিং ফেডারেশনের সহ সম্পাদক ইসফাক আহমেদ, সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মি.া, হাফিজ মো. এহিয়া মেন্দী, ছালিক সিকদার, আমিরুল ইসলাম, মাস্টার খলিলুর রহমান, আবদুল খালিক, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, তৈয়বুর রহমান, লোকমান আহমেদ, আবদুর রাজ্জাক, আব্দুল কাদির রানু, শমসীদ খান এবং আব্দুল হাই, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ (জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ) ও আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আজম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক মতিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আবদুল সালাম, কার্যকরী সদস্য লিটন এমজি শাহরিয়ার, তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো: আবুল কালাম ও মো: লিয়াকত আলী, কমিউনিটি এক্টিভিস্ট মো. কফিল আহমদ চৌধুরীসহ সাবেক ও বর্তমান কর্মকর্তারা।
বনভোজনের গ্র্যান্ড স্পন্সর ছিলেন মার্কস হোম কেয়ারের পরিচালক আলমাছ আলী এবং পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. এহিয়া মেন্দী।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে সভাপতি সভাপতি হাজী মনির আহমদ সংগঠনের কার্যক্রমকে আরো গণমুখি করার লক্ষ্যে সকলের পরামর্শ কামনা করেন। চেয়েছেন সকলের আন্তরিক সহায়তা। তিনি বলেন, আমরা সকলেই অতীতের মত সামনের দিনগুলোতেও সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।
বক্তারা বলেন, এক পরিবারের সদস্য হয়ে আমেরিকান স্বপ্ন পূরণে পরস্পরের সহযোগী হয়ে এগুতে চাই। তারা বলেন, এধরনের নির্মল আনন্দ-অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাতেই তারা মাতৃভূমিকে ভালোবাসতে শিখবে।
বনভোজনে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সী ছেলেদের দৌড় প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে আসিম আহমেদ, আবুল হাসনাত ও সাদমান।
৮ থেকে ১২ বছর বয়সী দৌড় প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে রায়হান আলী, আবদুল কাবির ও তানিম। ১৩ থেকে ১৬ বছর বয়সীদের দৌড় প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় হয় অহিন, সারওয়ার ফাহিম এবং মিনহাজ।
বড়দের দৌড় প্রতিযোগীতায় (৪৫+) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে মখন মিয়া, হাজি মনির আহমদ এবং সালিক। বড় ছেলেদের (১৮+) দৌড় প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে মাসুম, তোহা ও বেলাল।
বড়দের রশি টানাটানিতে বিজয়ী হন হাজী মনির আহমদ গ্রুপ এবং রানার্স আপ হন মখন মিয়া গ্রুপ। ইয়ং জেনারেশনের রশি টানাটানিতে বিজয়ী হয় কাউছার ইমতিয়াজ, মো. বেলাল, সারওয়ার, ইয়াসিন, মিনহাজ, নাসিম ও রাব্বি।
৬ থেকে ৮ বছর বয়সী মেয়েদের দৌড় প্রতিযোগীতায় ১ম, ২য় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে নুসাইরা, মাইসা ও লিহানা।
৯ থেকে ১২ বছর বয়সীদের দৌড় প্রতিযোগীতায় ১ম, ২য় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে আয়েশা, তানজিনা ও আনিসা।
১৩-১৬ বছরের দৌড় প্রতিযোগীতায় ১ম, ২য় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে তৈয়বা, আনিসা ও মাইসা।
মহিলাদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগীতায় ১ম, ২য় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে লুবনা, হৃদা এবং সালেহা। মহিলাদের (১৮+) দৌড়ে ১ম, ২য় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে রূপা, নিপা ও তিনা।
এছাড়া মহিলাদের বালিশ নিক্ষেপ খেলায় ১ম, ২য় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে নুহা, নীহা ও হৃদা। মহিলাদের মেমোরী টেস্ট প্রতিযোগীতায় ১ম, ২য় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে আয়েশা সুলতানা, আলিস ফাতেমা এবং যৌথভাবে আফরিদা ও ঈশিতা।
র্যাফল ড্র’র প্রথম পুরস্কার ল্যাপটপ বিজয়ী হয় আনিসা কাদের, তৃতীয় পুরস্কার টিভি জিতে নেন সাদমান আলম। তৃতীয় পুরস্কার ট্যাবলেট বিজয়ী ছিলেন অনুপস্থিত। তার টিকিট নং ৮৩১৩৩৭। বিজয়ীকে পিকনিক কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান ফারুক (ফোন : ৬৪৬-২৪৪-২৭০৬) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি হাজী মনির আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, বনভোজন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান ফারুক, যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান এবং সদস্য সচিব সেবুল খান মাহবুব বনভোজনে যোগদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তারা সমিতির আগামী বছরের বনভোজনেও স্বপরিবারে সকলকে অগ্রিম আমন্ত্রণ জানান। আনন্দঘন চমৎকার একটি বনভোজন অনুষ্ঠান উপহার দেয়ার জন্য অতিথি ও সদর্যরা সংগঠনের কর্মকর্তাসহ আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান।
এবিএন/জসিম/নির্ঝর