![গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/01/road-accident_abnews24_91809.jpg)
গোপালগঞ্জ, ০১ আগস্ট, এবিনিউজ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসচাপায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ চণ্ডিবর্দী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অদু মোল্লা (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, সকালে বাড়ির কাছে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মুক্তিযোদ্ধা অদু মোল্লা। এ সময় দ্রুতগামী একটি বাস চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, স্থানীয়রা বাসটি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। পুলিশ বাস শনাক্তসহ চালককে আটকের চেষ্টা করছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে
এবিএন/সাদিক/জসিম/এসএ